বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বিআরটিসি বাস যেন সোনার হরিণ। হাজারও যাত্রী ছুটে যাচ্ছেন বিআরটিসি বাসের দিকে।
ফার্মগেটে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন ফয়সাল রহমান। গন্তব্য গাজীপুর চৌরাস্তা। কিন্তু কোনো বাস না পেয়ে যেতে পারছেন না। ফয়সাল বাংলানিউজকে বলেন, ঢাকায় বাস কম। বিআরটিসি ছাড়া অন্য বাস তেমন একটা নেই। দীর্ঘ সময় নিয়ে বিআরটিসি বাস আসলেও যাত্রী ভর্তি থাকছে।
বিআরটিসির চালক এনামুল হক বাংলানিউজকে বলেন, বুধবার অফিস-আদালত চলে। এরপরও গুলিস্তান থেকে ফার্মগেট কম সময়ে চলে এসেছি। পথে যানজট নেই। এটা থেকেই বোঝা যাচ্ছে বাসও কম। বাস নামানোয় অনেকস্থানে চালককে মারধর করা হয়েছে। যে কারণে ভয়ে অনেকে বাস নামাননি। তবে আমাদের বিআরটিসি বাস সচল আছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, শ্রমিকরা বিভিন্ন জায়গায় পিকেটিং করছে। এ কারণে সড়কে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কেন্দ্রীয়ভাবে কোনো ধর্মঘট ডাক দিইনি। গাড়ি চালাচল স্বাভাবিক রাখার জন্য আমার কাজ করছি। সমিতির পক্ষ থেকে বাস মালিকদের নির্দেশনা দেওয়া আছে যেন সড়কে বাস নিয়মিত চলে।
সকাল থেকেই রাজধানীর বাসস্ট্যান্ডে, সড়কের বিভিন্নস্থানে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে এ দিন নগরীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, মিরপুর-১০, মিরপুর-১, বিজয়নগর, মহাখালী ও নতুনবাজার এলাকায় বাস কম থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন>>
ধর্মঘট স্থগিত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট সড়কে যান চলাচল শুরু
না’গঞ্জে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে পরিবহন ধর্মঘট
না’গঞ্জে সব টিকিট কাউন্টার বন্ধ, সাইনবোর্ডে চলছে না রিকশাও
না’গঞ্জে শ্রমিক ধর্মঘট: উপচেপড়া ভিড় ট্রেনে, শিডিউল বিপর্যয়
ঢাকা-না’গঞ্জ যানবাহন বন্ধ, ভোগান্তিতে লাখো মানুষ
ধর্মঘট না মেনে গাড়ি নামানোয় কয়েকজন চালককে মারধর
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমআইএস/এমএমআই/টিএ