বুধবার (২০ নভেম্বর) রাতে নগরীর শাহপরান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহপরান উত্তর বালুচরের মৃত ইয়াদ আলীর ছেলে তিনি।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে দুপুরে শাহপরান এলাকায় অভিযান চালিয়ে নিপুকে গ্রেফতার করা হয়েছে।
নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। রাতেই তাকে শাহ্পরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এনইউ/কেএসডি