ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণবঙ্গে বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
দক্ষিণবঙ্গে বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক

ঝালকাঠি: ঝালকাঠিতে স্বাভাবিক নিয়মে বাস চলাচাল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন।

এদিকে দুইদিন পরে বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

এর আগে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ঢাকাসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৯টি রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।

এদিকে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে বাস চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।