বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনের কোনো সময় এই ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকায় পেঠানের ছেলে।
নিহতের স্ত্রী খুইল্যা খাতুন ও ছেলে ছাবের আহাম্মদ বাংলানিউজকে জানান, সকাল ৮টায় বাড়ি থেকে একটি দা নিয়ে পাহাড়ে বাঁশের কঞ্চি কাটতে যান নুরুল ইসলাম। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে পাহাড়ে যান। পরে পার্শ্ববর্তী বাম হাতির ছড়া এলাকায় রাবার বাগানের পাশে বৃদ্ধ নুরুল ইসলামের মরদেহ দেখে স্থানীয় ইউপি মেম্বার ও লামা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ইউপি মেম্বার আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, মৃত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে বলেন, ফাঁসিয়াখালীর বাম হাতির ছড়ায় এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে মৃত্যু হয়েছে সরেজমিনে গেলে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এনটি