বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গফ্ফার খান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তবে কি কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে, গত ১৭ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারী রেখা রানী দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএস/আরআইএস/