ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় পরিবহন না থাকায় পার হচ্ছে পণ্যবোঝাই ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
পাটুরিয়ায় পরিবহন না থাকায় পার হচ্ছে পণ্যবোঝাই ট্রাক পাটুরিয়া ঘাট এলাকা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: পাটুরিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী পরিবহন না থাকায় ফেরিতে পার করা হচ্ছে পণ্যবোঝাই ট্রাক।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাট এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেল ৩টার পর থেকেই পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহনের চাপ কমে জিরোতে দাঁড়ায়। ঢাকা ছেড়ে আসা পরিবহনগুলো ঘাটে এসেই ফেরিতে উঠছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় রয়েছে পণ্যবোঝাই ৫০টি ট্রাক।

এছাড়া ছোট গাড়ি (প্রাইভেটকার) পাঁচ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে। বর্তমানে ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে এবং বাকি ৪টি ফেরি ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।