শুক্রবার (২২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
ট্রলারটি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বরিশাল সদর নৌ-থানা পুলিশের জিম্মায় রাখা হয় এবং জব্দ করা ২৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, শুক্রবার কীর্তনখোলা নদীতে নৌ-পুলিশের সহায়তায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএস/এসএ