নিহত রুনার চাচাতো ভাই জনি জানান, ঘটনার সময় রুনা মাইক্রোবাসে ছিলো। দুর্ঘটনায় পরপরই তাকে (রুনা) মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মুন্সিগঞ্জের দুর্ঘটনায় আহত ওই নারীকে মিটফোর্ড হাসপাতাল থেকে তার স্বজনরা আমাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। আমাদের হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এজেডএস/জেডএস