ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষার্থীদের ভোগান্তি 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষার্থীদের ভোগান্তি 

বেনাপোল(যশোর): বেনাপোল কাস্টমসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে সীমাহীন ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজ প্রাঙ্গণে এ পরীক্ষা শুরু হয়।

জানা যায়, উচ্চমান সহকারী,কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, গাড়িচালক, ইলেক্ট্রিশিয়ান, টেলিফোন অপারোটর, নিরাপত্তা প্রহরী ও সিপাইসহ ১৩টি পদে লোক নেবে ৯৪ জন।

কাস্টমস সিপাইসহ  বিভিন্ন পদে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২৭ হাজার ১শ’ জন পরীক্ষার্থী। প্রথম দিনে শারীরিক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন পরীক্ষার্থীরা। তবে কাস্টমসের অব্যবস্থাপনার কারণে তাদের দুর্ভোগ ও ভোগান্তি চরমে পৌঁছায়।

ভুক্তভোগী পরীক্ষার্থী মুক্তাদিরসহ অনেকেই জানান, কাস্টমসে পর্যাপ্ত জনবল না থাকায় কাজের ধীর গতিতে তাদের ভোগান্তি বেড়েছে। পরীক্ষা দিতে কাস্টমসের ভেতরে ঢুকতে না পেরে প্রধান সড়কের ওপর অপেক্ষা করতে হচ্ছে তাদের। সেখানে আশপাশে বসার কোনো ব্যবস্থা নেই। টানা রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় যানবাহনে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ প্রবেশপত্রে সকাল ৯টায় পরীক্ষার সময় উল্লেখ করেছেন। এখনে এসে দেখা যায় ভিন্ন চিত্র। বিকেল ৩টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও এখন পর্যন্ত ডাকা হয়নি পরীক্ষার জন্য।  কখন সিরিয়াল আসবে তাও জানা যাচ্ছে না। অনিয়মের কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে পরীক্ষার্থীরা আত্মীয়করণের অভিযোগও তোলেন কমিটির প্রধানের বিরুদ্ধে। তবে পরীক্ষার্থীদের আশা, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো প্রভাব বিস্তার করবেন না।  

এদিকে পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো নিয়ে নিয়োগ নির্বাচন কমিটির সভাপতি অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।