শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার (২২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্টের অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পৌঁছে দেন। এ সময় শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন।
বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ‘বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য’ শীর্ষক একটি বই ও একটি ভিডিও ডকুমেন্টারি উপহার দেন। প্রেসিডেন্ট এ উপহারের জন্য ধন্যবাদ জানান।
হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম-কলম্বোর মধ্যে জাহাজ চলাচল চুক্তির প্রয়োজনীয়তা ও বাস্তবায়নে দেশটির প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করেন। এ সময় প্রেসিডেন্ট উভয় চুক্তি বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩ , ২০১৯
টিআর/জেআইএম