ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপাতলীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
রূপাতলীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

বরিশাল: বরিশালের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে বাংলানিউজকে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ।

সোনারগাঁও টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যেখানে আগুন লেগেছে, সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তাছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরে বিস্তারিত জানা যাবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় কেউ আহত হয়নি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।