ওই মুক্তিযোদ্ধার নাম আবুল খায়ের ভুঁইয়া। তিনি উপজেলার মুন্সীপাড়া এলাকার মৃত ছালামতুল্লাহর ছেলে।
জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবমূল্যায়ন হওয়ায় গত শনিবার (১৬ নভেম্বর) মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভুঁইয়া এই সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
আবেদন সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমান ১৬৪ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে ৪৩ জনই ভুয়া মর্মে ২০১২ সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রায় ৮/১০টি আবেদন দিয়েও কোনো প্রতিকার পাননি আবুল খায়ের ভুঁইয়া।
মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভুঁইয়া বাংলানিউজকে বলেন, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা জিম্মি, সেখানে মৃত্যুর পর একজন প্রকৃত মুক্তিযোদ্ধার দাফন-কাফনে ভুয়া মুক্তিযোদ্ধারা অংশ নেবে, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই এই অস্বীকৃতি জানিয়ে আবেদন করেছি।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এনটি