শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি গ্রামের খোদাবক্স মোড়লের ছেলে ট্রাকচালক সাইফুল মোড়ল (৩০) ও ফরিদপুর সদর উপজেলার চর কমলাপুর গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে বাসযাত্রী মাসুদ শেখ (২৬)।
আহতদের মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন, মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দু’জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন উদ-দৌলা বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও বাসের একযাত্রীর মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত দু’জনের মরদেহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯ /আপডেট: ১২১৫ ঘণ্টা
এমএমইউ/এসআরএস