রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা।
তিনি জানান, শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ড এলাকায় জঙ্গিরা গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটক জঙ্গিরা হলেন-পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগের প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল বিভাগের প্রধান নওগাঁ জেলার দায়িত্বশীল কর্মকর্তা মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) এবং পুরাতন জেএমবির বগুড়া জেলার প্রধান মিজানুর রহমান (২৪)।
পুলিশ সুপার আরও জানান, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কেইউএ/এএটি