রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে পুষ্পকানন কর্মসূচি ও মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা হবে।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল উদ্দিন ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।
পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে মন্ত্রী কাজিপুর পৌর এলাকায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যধার আয়োজিত সাত দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এনটি