ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু পরিষদ বিআরডিবির সভাপতি আসাদ-সম্পাদক আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বঙ্গবন্ধু পরিষদ বিআরডিবির সভাপতি আসাদ-সম্পাদক আলমগীর

ঢাকা: মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও আলমগীর কবির সরকারকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শাখার ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বঙ্গবন্ধু পরিষদ বিআরডিবি শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

 

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লাল্টু, মো. আজিজুল হক প্রমুখ।  

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আজহারুল ইসলাম, সিদ্ধার্থ কুমার মজুমদার, মো. শরিফুল ইসলাম, আফজাল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, শেখ মো. মহসিন উদ্দিন, মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম, মো. আবদুস সাত্তার, অলিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম।

এছাড়াও রয়েছেন- দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক শেখ মো. মঞ্জুর এলাহী, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মো. দাউদ হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের আমিন, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম, জনসংযোগ সম্পাদক মো. কামরুল ইসলাম, কৃষি সম্পাদক মো. সালাউদ্দিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।