রোববার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক একথা বলেন।
‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্ম পরিকল্পনার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন উইমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, নিরাপত্তা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সে কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন। আর এসবের জন্য নারীর সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া শান্তি সম্ভব নয়। সে কারণে সশস্ত্রবাহিনী নারীর সমতা ও ক্ষমতায়নে বিশ্বাস করে। জাতিসংঘের শান্তি মিশনে চারশ নারী কর্মী কাজ করছেন। এদের মধ্যে অনেকেই নারী কমান্ড্যান্ট পদেও নিয়োজিত রয়েছেন।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সে কারণে জাতীয় নারী নীতি প্রণয়ন করেছে। এই নীতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহান, নরওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত ম্যারিটা সোরহেইম রেন্সভিক, ইউএন উইমেনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকায়া, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রধান নির্বাহী রোকেয়া কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
টিআর/এএ