রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম।
তিনি জানান, মনোয়ারা বেগম নামে এক নারীর কাছ থেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলে এবং প্রতারণার মাধ্যমে চলতি বছরের ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত বিকাশে তিন লাখ ৮০ হাজার টাকা আদায় করে তিন ব্যক্তি।
গ্রেফতার তিনজন হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকার হজরত আলীর ছেলে মুন্নাফ (৩৬), রামনাথপুরের জহিরুল ইসলামের ছেলে তৌহিদ (২৩) ও বোয়ালিয়া প্রধানপাড় এলাকার ধীরেন্দ্র নাথ মহত্তের ছেলে শিবু চন্দ্র মহত্ত (৩৫)। এদের মধ্যে শিবু চন্দ্রের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এএটি