সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ায় জামগড়ায় অবস্থিত হোয়াইট সোয়েটার লিমিটেড কারখানার প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানায়, কারখানায় বিনা কারণে শ্রমিকদের ছাঁটাই করা হয়।
কারখানাটির শ্রমিক নিটিং অপারেটর রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা যদি কারখানার মালিকের বাড়িতে ভাড়া না থাকি তাহলে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। আর যদি টাকা দিতে রাজি না হই তাহলে কোনো না কোনো কারণ দেখিয়ে আমাদের ছাঁটাই করে দেওয়া হয়। আমারা ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল চাই ও শ্রমিকনেতা মিজানকে মারধরের ঘটনায় মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কামরান বাংলানিউজকে বলেন, আমরা সবাই এখন থানায় আছি। ওই কারখানার শ্রমিকরা শুনেছি কারখানার সামনে শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নেতা মিজানকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করছে। আমরা শ্রমিক নেতা মিজানুর রহমান মিজানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই কারখানার মালিককে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা হোক।
প্রসঙ্গত, রোববার রাতে শ্রমিকনেতা মিজানকে মারধরের ঘটনায় কারখানার মালিক বকুল ভূঁইয়াসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনটি