সোমবার (২৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে বাজারে পিরানহা মাছ বিক্রির জন্য আনা হলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই মণ মাছ জব্দ করা হয়।
এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা কামালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ওই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে দুই মণ মাছ।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসএইচডি/এইচএডি/