ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
সৈয়দপুরে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার দখলমুক্ত করা হলো সরকারি জায়গা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে সরকারি ১৮ শতক জমি উদ্ধার করা হয়েছে। 

সোমবার দুপুরে (২৫ নভেম্বর) থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।  

উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া মৌজায় দখলদার আজহারুল ইসলাম সরকারি ১৮ শতক জমিতে বাড়ি তৈরি করছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার।

এসময় সৈয়দপুর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা সঙ্গে ছিলেন। উদ্ধারকৃত জমির দাম প্রায় দুই কোটি টাকা।
 
পরিমল কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত মফেল উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম লক্ষণপুর চড়কাপাড়া মৌজার খতিয়ান নং-১  দাগ নম্বর-২০১৩ ছয় শতক ও ২০১৪ দাগে ১২ শতকসহ মোট ১৮ শতক জমি দখলে নিয়ে বাড়ি করার চেষ্টা করছিলেন। সরকারি জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টায় থাকা ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তা ভেঙে দেওয়া হয়।  

তিনি বলেন, এর আগেও সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।