ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে করতে এসে বর শ্রীঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে করতে এসে বর শ্রীঘরে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে করতে এসে কারাগারে যেতে হয়েছে মো. আবদুস সালাম (২৩) নামে এক যুবককে। কারাগারে যেতে হয়েছে তার খালা মোসলেমা খাতুনকেও (২৮)।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শেহালা কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও তার খালাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বর আবদুস সালাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর কাশিমপুর এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে।

আর মোসলেমা একই এলাকার জুলেখা বেগমের মেয়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শেহালা কলোনি এলাকায় বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অপরাধ প্রমাণ হওয়ায় বর সালাম ও তার খালা মোসলেমা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।