সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভৈরব উপজেলার পাওয়ার হাউজ কলোনি থেকে তাদের আটক করা হয়। র্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এ তথ্য জানান।
আটক ৮ জন হলেন-ভৈরব উপজেলার পাওয়ার হাউজ কলোনির মৃত হিরা লালের ছেলে অলোক রায় (৩৫) ও মেয়ে ঝর্ণা রানী (৪০), মৃত মানিক লালের ছেলে কাজল লাল (৩০), মৃত মনা রবিদাসের ছেলে জনি রবিদাস (১৯), গাজীপুর জেলার টঙ্গী থানার কামালপাড়া এলাকার ভানু বাজপোরের ছেলে সঞ্জিব বাজপোর (২০), উপজেলার ভৈরবপুর (উত্তরপাড়া) এলাকার মৃত হেয়ামত আলীর ছেলে মো. শরাফত আলী (৫০), কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৪২) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. সাদির মিয়া (৫০)।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ভৈরব উপজেলার পাওয়ার হাউজ কলোনিতে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ ৫০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএ/