ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় শিবিরের ৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
পত্নীতলায় শিবিরের ৯ নেতাকর্মী আটক

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় গোপন বৈঠক করার সময় শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার।

আটকরা হলেন- পত্নীতলা উপজেলার জামগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন (২২), কাটাবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আব্দুলাহ আল মামুন (২৬), হাসেন বেগপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোত্তাদির রহমান (২৪), একই গ্রামের শামসুল আলমের ছেলে রাশেদ (২৭), পাটিচড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন, ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের উসমান আলীর ছেলে রেজুয়ান (২৮), চকময়েশ গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনোয়ার আলী (২০), বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে শামসুল আলমের ছেলে হোসেন আলী (২৭), পোরশা উপজেলার নিতপুর কপালী মোড় এলাকার ঈব্রাহীমের ছেলে ইয়ামিন (২৩) ও রাসেল রেজা (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার জানান, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নজিপুর পৌরসভার আল-হেরাপাড়া জামে মসজিদে একদল শিবিরের নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিবিরের নয় নেতাকর্মীকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।