ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক লঞ্চ।

বরিশাল: বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ভোর থেকে অন্যান্য দিনের মতোই যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে লঞ্চগুলো। বরিশাল থেকে ভোলা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরগুনা রুটে মোট ১১টি লঞ্চ সকাল ৯টা পর্যন্ত ছেড়ে গেছে।

লঞ্চের শ্রমিকরা জানান, বুধবার লঞ্চ বন্ধ রাখার ব্যাপারে কোনো তথ্য স্থানীয় শ্রমিক নেতাদের জানাননি। লঞ্চ চলাচল কোনো বাধা-বিপত্তিও নেই। আর এ কারণে বরিশাল থেকে সব ধরনের রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম জানান, ঢাকায় বসে লঞ্চ মালিকরা মিলে একটি ষড়যন্ত্র করছেন। আগামী ২৯ নভেম্বর রাত ১২টা এক মিনিট থেকে আমাদের পূর্বঘোষিত কর্মবিরতির কর্মসূচি রয়েছে। তবে, বুধবার কোনো কর্মসূচি নেই। বরিশাল অঞ্চলের সর্বত্র লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।