ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আগে মায়েরা এক কাপড় পরতেন, এখন গ্রামে গ্রামে পার্লার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
‘আগে মায়েরা এক কাপড় পরতেন, এখন গ্রামে গ্রামে পার্লার’

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে দেশে উন্নয়ন ও পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, দেশে অনেক পরিবর্তন হয়েছে। আগে মায়েরা এক কাপড় পরতেন, এখন গ্রামে গ্রামে পার্লার হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) প্রেক্ষিত পরিকল্পনার (২০১০-২০২১) মধ্যমেয়াদী বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ ও প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইচ টি ইমাম একথা বলেন। এটি রচনা করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

          

এইচ টি ইমাম বলেন, দেশের সব সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে। সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় সরাসরি ৫-৬ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন। আগে মায়েরা এক কাপড় পরতেন, এখন গ্রামে গ্রামে পার্লার হয়েছে। গ্রামের ছেলেরা জিন্স পরে। তারা গ্রামে মোটরসাইকেল চালিয়ে বেড়ায়।

মানবসম্পদের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানবসম্পদ বড় সম্পদ, এই সম্পদ কাজে লাগাতে হবে। সবাইকে হাতে-কলমে কারিগরি শিক্ষা দিতে হবে। শুধু হাত থাকলে হবে না, মাথাও থাকতে হবে।         

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে সার্বিক উন্নয়ন হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ও মাথা পিছু আয় বেড়েছে। আমাদের রিজার্ভ ও রেমিট্যান্স বেড়েছে, এটা নিয়ে গর্ববোধ করি। দেশের ৯৫ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। দেশে দারিদ্র্য কমছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। আর্থ-সামাজিক সুরক্ষাও ভালো।  

মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের নিজেদের রিপোর্ট নয়, সিএনএনে দেখেছি আমেরিকানদের গড় আয়ু কমছে। অথচ আমেরিকানরা স্বাস্থ্যসেবায় বেশি খরচ করে। তাদের আয়ু কমলেও আমাদের আয়ু বাড়ছে।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নূরুল আমিনসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমঅইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।