ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
নাটোরে পিঠা উৎসব

নাটোর: নাটোরের রাণীভবানী রাজবাড়ী প্রাঙ্গনে পিঠা উৎসব শুরু হয়েছে।  

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় পিঠা উসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পিঠা উৎসবের উদ্বোধনকালে সংসদ সদস্য শিমুল বলেন, জীবনের ব্যস্ততা ও জটিলতায় আমাদের সংস্কৃতি থেকে নবান্ন উৎসব হারিয়ে যাচ্ছে।

পিঠাপুলির এই দেশে রকমারি পিঠা তৈরি ও এর বাহারি পরিবেশন সারাবিশ্বে সমাদৃত। পিঠা উৎসবের এই আয়োজনের মধ্য দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়বে বলে সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টলে রকমারি দেশীয় পিঠা পরিবেশন করা হয়। দিনব্যাপী পিঠা উৎসব প্রাঙ্গনের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
   
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।