মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলার নারকেলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার হালিম হাওলাদারের মেয়ে ও স্থানীয় ৮৪ নম্বর দক্ষিণ নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
জানা গেছে, খবর পেয়ে উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিয়ের অনুষ্ঠান অভিযান চালায়। নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বরসহ লোকজন পালিয়ে যায়। এ সময় বিয়ের আয়োজনের মূলহোতা বরের খালা লাভলু বেগম (৪৫) ও বরের ভাই ছোট সজীবকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বুধবার (১১ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজনের মূলহোতা লাভলু বেগম ও বরের ভাই সজীবকে আটক করা হয়। পরে লাভলুকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা ও সজীবকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএস/এএটি