ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকসেবনের দায়ে ৬৩ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
মাদকসেবনের দায়ে ৬৩ জনের জেল-জরিমানা মাদকসেবনের দায়ে ৬৩ জনের জেল-জরিমানা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের এরিনা হোটেলের মদের বারে অভিযান চালিয়ে আটক ৬৩ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বাংলানিউজকে জানান, বারে অবৈধভাবে মাদকসেবনের দায়ে আটক ৬৩ জনকে বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা করা হয়েছে।

আটকদের মধ্যে সর্বনিম্ন চারদিন ও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক থেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানা পুলিশ এরিনা হোটেলের মদের বারে অভিযান চালায়।  

পুলিশ জানায়, হোটেলটির বারে মদ বিক্রির অনুমোদন রয়েছে। তবে লাইসেন্সবিহীন বা কাউকে মদ দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে ওই বারে মদ সেবন করছিলেন দণ্ডপ্রাপ্তরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।