শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে ও সমাবেশে এসব দাবি জানায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি জুলফিকার আলী।
রাজেকুজ্জামান রতন বলেন, কেরানীগঞ্জের প্রাইম প্লাস্টিক কারখানায় গত দুই বছরে চারবার আগুন লেগেছে। এ বছরের এপ্রিল মাসেও তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় যথাযথ ব্যবস্থা নিলে আজ ১৪ জন শ্রমিককে পুড়ে অঙ্গার হতে হতো না।
‘এদিকে এখন মন্ত্রীসহ শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, এ কারখানা চালানোর কোনো অনুমোদন মালিকের নেই। প্রশ্ন হচ্ছে রাজধানীর কেন্দ্র থেকে মাত্র ৪/৫ মাইলের দূরত্বে এই কারখানা কার অনুমতিতে চলছিল? শ্রম দপ্তর ও মন্ত্রীরা কি দায়িত্ব পালন করেছে? কারখানার মালিক কি সরকারের চেয়েও শক্তিশালী? ১৪ শ্রমিক নিহত হওয়ার এ ঘটনা একটি কাঠামোগত হত্যাকাণ্ড। ’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব-তোপখানা রোড-পল্টন-সেগুবাগিচা এলাকা হয়ে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্টের তোপখানা রোডের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ডিএন/এইচজে