শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের তৃতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গওহর রিজভী বলেন, আদিবাসী ও দলিতদের আলাদাভাবে হিসেব করা হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি রয়েছে। এর জন্য বৈষম্য বিরোধী আইন দরকার। দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, সংখ্যালঘু কমিশন করা হবে। কিন্তু এখনও সেটি করা হয়নি।
তিনি বলেন, দেশে এখনও সাম্প্রদায়িকতা রয়েছে। এর সমাধান রাষ্ট্রকে করতে হবে। যার জন্য রাষ্ট্রকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের কার্যকরী সভাপতি মুকুল রঞ্জন শিকদার।
মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ডিএন/ওএইচ/