শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারঁগাওয়ে সমবায় অধিদপ্তর অডিটরিয়ামে ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ র্শীষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
স্বপন ভট্টাচার্য বলেন, আমরা সেবা গ্রহীতাকে যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা দিতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের হাতের মুঠোয় সরকারের সব সেবা পৌঁছে দিতে খুব শিগগিরই ডিজিটাল সিস্টেম বাস্তবায়নে আমি আমার বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা দেবো। দেশের উন্নয়নে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নত রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে বাংলাদেশ।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. আমিরুল ইসলাম প্রমুখ।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ১০টি দপ্তর ও সংস্থার ৫২ জন কর্মকর্তা-কর্মচারী চার দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
টিএম/জেডএস