শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চিলমারী উপজেলার রমনা এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাকির হোসেন বলেন, ৩০২ কোটি টাকা ব্যয়ে জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী উপজেলা নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।
চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার ও রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজগার আলী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় চার হাজার ৮০০ মিটার তীর সংরক্ষণ ও ৫২ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ রয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন মাস পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে ৩০২ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এফইএস/আরবি/