এ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলমের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করে পুনরায় তদন্ত শুরু করে।
মামলার বাদী জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, ওই কারখানাটিতে গত দুই বছরে তিনবার আগুন লেগেছে। এর মধ্যে দুটি আগুনের ঘটনাই ঘটেছে এ বছর। অথচ কারখানা মালিক কোনো ব্যবস্থাই নেইনি। এখন শুনছি এ কারখানার কোনো অনুমোদনও ছিলো না। কারখানার মালিক নজরুল ইসলাম পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে। এ কারণেই আমার ভাইসহ কারখানার ১৩ শ্রমিক মারা গেছে। আরও ২০-২১ জন চিকিৎসাধীন রয়েছে মৃত্যু শয্যায়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশিকুজ্জামান বাংলানিউজকে বলেন, মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আসামি পলাতক রয়েছে। ইতোমধ্যে আসামির গ্রামের বাড়ি অভিযান পরিচালনা করা হয়েছে। আশা করছি শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন। তখন হঠাৎই গ্যাস রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
ইঞ্জিনিয়ার এসে শ্রমিকদের আগুন লাগার খবর দেয়। এরপর শ্রমিকরা পানি ও কারখানায় থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তখনই তারা দগ্ধ হয়।
এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার স্কয়ার ফিট কারখানাটির ভেতরের সব মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ৩৫ জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্য থেকে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ জনের মৃত্যু হয়।
‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার গত দুই বছরে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার দুটোই ঘটেছে চলতি বছরে। প্রতিটি অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ।
২০১৬ সালের ২৮ নভেম্বর কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল দ্বিতীয়বারের মতো আগুন লাগে। তবে ওই দু’টি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ বুধবার তৃতীয়বারের মতো আগুন লাগে কারখানাটিতে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এনটি