শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. পার্থ শঙ্কর বলেন, আসাদের শরীরের ৫৫ ভাগই পুড়ে গিয়েছিল।
গত বুধবার (১১ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার আগুন ধরে। এতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৬ জন।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এজেডএস/এসএ/