রেলওয়ে সূত্র জানায়, ইতোপূর্বে নীলসাগর ট্রেনটিতে ভারতীয় কোচ যুক্ত করা হয়েছিল। অপেক্ষাকৃত কম বিলাসবহুল ছিল ওই ট্রেনটি।
রেলওয়ে শ্রমিকলীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন গত ৩১ ডিসেম্বর রেলপথ মন্ত্রীর সঙ্গে এনিয়ে বৈঠক করে। সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে নীলফামারী জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে নীলসাগর ট্রেনে আসন বাড়ানোর দাবি করা হয়। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ওইদিনই রেলের পরিবহন বিভাগকে নির্দেশ দেন নীলসাগর ট্রেনে নতুন একটি কোচ সংযোজনের।
মন্ত্রীর নির্দেশ পেয়ে গত ২ জানুয়ারি রাত থেকে ঢাকামুখী নীলসাগর ট্রেনটিতে নতুন একটি কোচ সংযোজন করা হয়েছে। ফলে আসন সঙ্কট থাকবে না বলে সূত্রটি জানায়।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলীর সঙ্গে শনিবার (৪ জানুয়ারি) কথা হয়। তিনি জানান, এখন থেকে নীলসাগর ট্রেনটি ১৩টি কোচ নিয়ে চলাচল করছে। ৯৩টি আসন বাড়ানো হয়েছে।
নীলফামারী জেলার সৈয়দপুর, ডোমার, নীলফামারী ও চিলাহাটি থেকে স্টেশনের জন্য বাড়ানো হয়েছে ওই আসনগুলো।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচ