ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি প্লেন ও কার্গো প্লেন চালু, বাংলাদেশে ভিসা অফিস চালু ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অস্ট্রেলিয়ার চলমান দাবানলে জীবনহানি, সম্পদ ও পরিবেশের ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।