রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের রমনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইটনা নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জুয়েল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহায়তায় স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরএ