ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
রাজধানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছে আনুমানিক ১২ থেকে ১৩ বছরের একটি মেয়ে শিশু।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজকে এ তথ্য জানায় পুলিশ।

নিহত শিশুর নাম মারজানা (১০)। গুরুতর আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি গাজীপুরের একটি মাদরাসার প্রিন্সিপাল। তিনি মোরটসাইকেল যোগে গাজীপুর থেকে ফার্মগেটে এলাকায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুর রশীদ তালুকদার বাংলানিউজকে জানান, তেজগাঁও থানার সামনে রাস্তায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে যায়। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পরপরই চালককে আটক ও জব্দ করা হয়েছে বাসটি। শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, বাবার সঙ্গে মেয়েটি মোটরসাইকেলেই ছিল। বাবাও গুরুতর আহত হয়েছে। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।