ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৫ দিনব্যাপী ‘দুলাভাই মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
কুড়িগ্রামে ৫ দিনব্যাপী ‘দুলাভাই মেলা’

কুড়িগ্রাম: গ্রামীণ ঐতিহ্য ধারণ করে ব্যতিক্রমী নানা আয়োজনে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় আয়োজন করা হচ্ছে ৫ দিনব্যাপী ‘দুলাভাই মেলা’।

শনিবার (১১ জানুয়ারি) খলিলগঞ্জ বাজার সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ও মতবিনিময় সভায় ‘দুলাভাই মেলা’র ঘোষণা দেয় আয়োজক কমিটি। আগামি ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত  এ মেলা চলবে।

 

‘দুলাভাই মেলা’য় থাকবে দেশীয় কুটির শিল্পের পণ্য প্রদশর্নী, মাছের মেলা, কবুতর ও পোষা প্রাণীর প্রদর্শন ও বিক্রয়, বিনা খরচে দরিদ্র পাত্র-পাত্রীর যৌতুকবিহীন বিয়ে, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বৃক্ষ মেলা, প্রবীণদের ক্লাব প্রতিষ্ঠা, মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিয়ে যাওয়া পুতুলনাচ, লাঠিখেলাসহ আরও নানা আয়োজন।  

মতবিনিময় সভায় মেলা নিয়ে লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন- খলিলগঞ্জ বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদা সিমেল।  

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাপ্তাহিক বাহের দেশ’র সম্পাদক শফিকুল ইসলাম বেবু, সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তা’র সম্পাদক এবি সিদ্দিক, মাসিক বিভাস’র সম্পাদক আব্দুল খালেক ফারুক, দৈনিক সকালের কাগজ’র সম্পাদক মাহফুজার রহমান টিউটর, দৈনিক জাগো বাহে’র সম্পাদক রেজাউল করিম রেজা, খলিলগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।