ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একটু উষ্ণতা চাই তাদের...

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
একটু উষ্ণতা চাই তাদের...

সিলেট: সিলেটে শৈত্যপ্রবাহ নেই। তারপরও শীতে কাবু জনজীবন। শীত নষ্ট করছে কৃষকের কর্মঘণ্টা। দিনে হালকা রোদের মিষ্টি আলো থাকলেও শীতল আবহাওয়ায় কারণে গরম কাপড় পরে থাকতে হচ্ছে মানুষদের। শনিবার (১১ জানুয়ারি) দিনভর কুয়াশার চাদরে ঢেকে আছে সিলেট। এ শীতে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি প্রভাব পড়েছে প্রাণীকূলের জীবনযাত্রায়ও।

নগরের কলবাখানি এলাকায় চাষনীপীরের মাজারে গিয়ে দেখা যায়, শীত থেকে বাঁচতে অসংখ্য বানর গায়ের সঙ্গে গা লাগিয়ে উষ্ণতার পরশ নিচ্ছে। বানরগুলোর এ জবুথবু অবস্থা বলে দিচ্ছে শীত কতটা তীব্র এখানে।

শীতে কাঁপছে দেশ।  ছবি: বাংলানিউজ

প্রকৃতিতে শীতের অনুভূতির বিষয়ে আবহাওয়া অধিদফতর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, সিলেটের তাপমাত্রা এখনো ১০ ডিগ্রির নিচে নামেনি। এবার ক’দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি। আর বর্তমানে প্রতিদিন তাপমাত্রা ১৩ ডিগ্রির উপরে। অবশ্য অঞ্চল হিসেবে সিলেটে শীত একটু বেশি। তবে সিলেটের আকাশে শৈতপ্রবাহ এ কয়দিনের মধ্যে না হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘শৈতপ্রবাহ হতে গেলে ঘন কুয়াশায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ও বাতাসের আদ্রতা ৯০ ডিগ্রি ফারেনহাইট থাকতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।