নগরের কলবাখানি এলাকায় চাষনীপীরের মাজারে গিয়ে দেখা যায়, শীত থেকে বাঁচতে অসংখ্য বানর গায়ের সঙ্গে গা লাগিয়ে উষ্ণতার পরশ নিচ্ছে। বানরগুলোর এ জবুথবু অবস্থা বলে দিচ্ছে শীত কতটা তীব্র এখানে।
প্রকৃতিতে শীতের অনুভূতির বিষয়ে আবহাওয়া অধিদফতর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, সিলেটের তাপমাত্রা এখনো ১০ ডিগ্রির নিচে নামেনি। এবার ক’দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি। আর বর্তমানে প্রতিদিন তাপমাত্রা ১৩ ডিগ্রির উপরে। অবশ্য অঞ্চল হিসেবে সিলেটে শীত একটু বেশি। তবে সিলেটের আকাশে শৈতপ্রবাহ এ কয়দিনের মধ্যে না হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘শৈতপ্রবাহ হতে গেলে ঘন কুয়াশায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ও বাতাসের আদ্রতা ৯০ ডিগ্রি ফারেনহাইট থাকতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এনইউ/এইচএডি/