শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রকল্পগুলোর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বাস্তবায়িত প্রকল্পগুলো হলো- মুকসুদপুরের সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণ, মুকসুদপুরের পাকারাস্তা থেকে মোল্লা বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের পূর্বচর ফিরোজ মোল্লার বাড়ি থেকে স্বপনের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের ধীৎপুর মসজিদ থেকে কবরস্থান হয়ে খালেক মাতবরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের সমছেল মিয়ার বাড়ি হতে টিপু দেওয়ানের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশার দক্ষিণ শিমুলিয়া জামিউল উলুম মাদ্রাসা থেকে আব্দুল সিকদারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশা সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণ, নারিশার দক্ষিণ শিমুলিয়া মজিবরের বাড়ি থেকে ফকির বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশার খালেক ডাক্তারের বাড়ি থেকে মেঘুলা সিকদার বাড়ি মসজিদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জু মোল্লা, সদস্য শেখ শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, নারিশা ইউপি চেয়ারম্যান এম এ হান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এনটি