শনিবার (১১ জানুয়ারি) সকালে কর্মসূচিতে যোগ দিতে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী। পথে গোদাগাড়ী মহাসড়কের পাশে টমেটো প্রক্রিয়াজাতের পদ্ধতি দেখতে নেমে পড়েন তিনি।
তিনি কৃষকদের টমেটো প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জিজ্ঞেস করলে, তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তখন টমেটো পাকানোর জন্য কী মেশানো হচ্ছে, তা দেখতে চান। পরে পাশের একটি গুদামে রাখা কয়েকশ’ ইথানলের বোতল দেখতে পান মন্ত্রী। যা ব্যবহার হচ্ছিল টমেটোতে।
পরে তিনি এই কেমিক্যাল মিশ্রিত টমেটো বাজারজাত যাতে না হয়, সে জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাদের বিশেষজ্ঞ টিমকে ওই মাঠে এসে টমেটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেন।
এতে মানবদেহের ক্ষতি করে এমন কিছু আছে কি-না রিপোর্ট না আসা পর্যন্ত কেমিক্যাল মিশ্রিত এ টমেটো যাতে বাজারজাত না হয়, সেজন্য গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন সাধন চন্দ্র মজুমদার।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসকে/টিএ