শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিখন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বেতেঙ্গা গ্রামের রনজিদ সরকারের ছেলে।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সিরাজদিখানের পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে আরেক নিখোঁজ প্রকৌশলী মেহেদি হাসান জিসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে বুড়িগঙ্গা নদীর ওই এলাকা থেকে নিখোঁজ লিখনের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখনের ভাই লিটু সরকার মরদেহটি শনাক্ত করেছেন।
গত ৫ জানুয়ারি দিনগত রাতে ফতুল্লার রাজাপুর এলাকায় ‘বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী মেরামতের কাজ শেষে ফেরার পথে নিখোঁজ হন বাংলা ক্যাট কোম্পানিতে কর্মরত দুই মেকানিক্যাল জিসান ও লিখন। এ ঘটনায় জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা বাদী হয়ে ঢাকার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে, শুরু থেকেই জিসানের স্বজনরা, ঘটনায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সজীব ও তার কর্মচারী পায়েলকে দায়ী করে আসছেন।
** ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ প্রকৌশলীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআরএস