শনিবার (১১ জানুয়ারি) খেলার মাঠটি উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, এক সময় পার্কটি সঠিকভাবে ব্যবহারের অনুপযোগী ছিল।
ডিএসসিসি সূত্রে জানা যায়, মাঠের ভেতরে ২৪টি ও বাইরে ২৪টি এলইডি লাইট বসানো হয়েছে। ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৪৭ মিটার প্রস্থের মাঠটির অভ্যন্তর এবং ওয়াকওয়ের কাজ শেষ হয়েছে। ডেকোরেশনের অল্প কিছু কাজ এখনো বাকি আছে। সব কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করা হবে। এটির নকশা করেছেন স্থপতি রফিকুল আজম। মাঠটিতে সবুজ ঘাস বোনা হয়েছে। চারদিকে ১৬ ফুট বিশিষ্ট লোহার নেটের প্রাচীর ও মাঠের পাশের ড্রেনের সংস্কার কাজ শেষ হয়েছে।
একই সঙ্গে মাঠে শিশুদের খেলার জন্য দোলনা, সিঁড়িসহ বিভিন্ন উপকরণ বসানো হবে। বৃষ্টির পানি নিচে গড়িয়ে ড্রেনে চলে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের চারপাশে হাঁটার জন্য ওয়াকিংওয়ে এবং সিসি ক্যামেরা থাকবে।
পার্কটি উন্মুক্তকরণ অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি১২, ২০২০
এস এইচ এস/এমএমআই/এসআইএস