ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমরা যথাযথ মূল্যায়ন পাইনি: ভাষা সৈনিক শামসুল হুদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আমরা যথাযথ মূল্যায়ন পাইনি: ভাষা সৈনিক শামসুল হুদা ভাষা সৈনিক শামসুল হুদা

ফেনী: ভাষা সৈনিক শামসুল হুদা বলেছেন, ভাষা আন্দোলনের সিড়ি বেয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন।এ আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। দেশে মুক্তিযোদ্ধদের মূল্যায়ন করা হলেও ভাষা আন্দোলনকারীরা যথাযথ মূল্যাযন পায়নি।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ফেনী প্রেসক্লাব আয়োজিত একুশে পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদাকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ভাষা সৈনিক আরও বলেন, রাষ্ট্র যেন ভাষা সৈনিকদের জীবিতকালে না হলেও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানটুকু দেওয়া হয়। বাংলা ভাষার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, বাংলা ভাষাকে বিকৃতভাবে চর্চা করা হচ্ছে। বাংলার সঙ্গে অন্য ভাষা মিশিয়ে বাংলা ভাষার হাজার বছরের গৌরবকে ম্লান করা হচ্ছে। এসময় তিনি বর্তমান সরকারের কাছে আহবান জানান, যেন দেশের প্রতিটি জেলায় একটি করে হলেও শুদ্ধ বাংলা ভাষা চর্চা কেন্দ্র করা হয়।

ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সহ-সভাপতি কামাল উদ্দিন ভূইঁয়া,  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল,  দপ্তর ও প্রচার সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি নজির আহম্মদ রতন, প্রেসক্লাবের ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও সময় টিভির প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক সংবাদের প্রতিনিধি শাবিহ মাহমুদ, গবেষক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহমেদ, সোনাগাজী উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সভাপতি রহিম উল্লাহ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, বাংলানিউজের প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক ফেনীর তালাশের নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, সময় টিভির ক্যামরা পার্সন জুলহাস তালুকদার, দৈনিক অজেয়বাংলার সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ, ডিবিসি নিউজের ক্যামরা পার্সন দুলাল তালুকদার, সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেল।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।