ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪ অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৪ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নুর মোহাম্মদ জানান, শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খুলনা শহরের তালতলা এলাকার আলহাজ আব্দুস ছাত্তার (৭১) এর মরদেহ নিয়ে রওনা করে মৃতের ছেলে শহিদুল ইসলামসহ ৮ আত্বীয়।

 

মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এতে শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, স্বজন সিহাব সিকদার ও বেদার উদ্দিন সিকদার আহত হন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্বার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে।  


বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।