ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চালুর পর লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটের ম্যারিন মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার ভোর ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। বন্ধের সময় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।