ঠিক এ রকম একটি মাদরাসা রয়েছে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে। ছারছীনার পীরের প্রতিষ্ঠিত ছোট টেংরা খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসায় বিভিন্ন এলাকা থেকে খেটে খাওয়াদের শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে এসেছে।
উপজেলার ছোট টেংরা খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া মাদরাসা কমপ্লেক্সে সোমবার (৬ জানুয়ারি) খাবারের আয়োজনের পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।
এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ।
একবেলা ভালো খাবার পেয়ে আনন্দিত এতিম শিশুরা। মো. জসিম, আব্দুর রহমান, মহিবুল্লাহসহ একাধিক শিশুর সঙ্গে কথা হয়। তারা জানায়, দ্বীনের শিক্ষা নিতে তারা মাদরাসায় পড়ছে। পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা দিতে পারে না। তাই এই এতিমখানা তাদের ঘরবাড়ি। এখানে খাবার মোটামুটি মানের। ভালোও না আবার খারাপও না। এদিন ভালো খাবার খেয়ে তারা আনন্দিত। শীতের কারণে ঘুমাতেও কষ্ট হয়। কম্বল পেয়ে তাই তাদের খুশির সীমা নেই।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. বেল্লাল বাংলানিউজকে বলেন, এখানে অনেক শিশু আছে এতিম ও অসহায়। আমরা শিশুদের একবেলা ভালো খাবার খাওয়াতে পেরে আনন্দিত এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বাংলানিউজকে বলেন, পাথরঘাটা নিউজের এ রকম আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এতিমদের সঙ্গে বসে একবেলা খেয়েছি। তাদের সঙ্গে বসে খাবার খেতে পেরে শান্তি পেয়েছি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, এ সমাজে অনেকেই আছেন এতিমদের দেখেও দেখেন না। তাদের কোনো খোঁজ খবর নেন না। পাথরঘাটা নিউজের এ উদ্যোগ প্রশংসা পাওয়ার যোগ্য।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এইচএডি/