রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে বের হয়ে আসতে থাকেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। উত্তরা ও এর আশেপাশের এলাকার সড়কগুলোতে নামে মুসল্লিদের ঢল।
বিশেষ করে উত্তরা এসে রীতিমতো ইঞ্জিন বন্ধ করে বসে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। আর তার প্রভাবে নিথর যানবাহনের দীর্ঘ সারি এসে পৌঁছেছে খিলক্ষেত এলাকা পর্যন্ত। খিলক্ষেত থেকে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালীগামী সড়কের উভয় পাশের অবস্থা একই। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গণপরিবহনে থাকা নারী যাত্রীরা।
হালিমা ইয়াসমিন মুক্তা নামে এক যাত্রী বলেন, ভার্সিটিতে ক্লাস আছে। হাতে সময় নিয়েই বের হলাম। তবুও ক্লাস পাবো বলে মনে হয় না। আমরা তো নেমে হেঁটেও যেতে পারি না।
তবে দ্রুতই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। ঢাকা মহানগর পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সাইফুল হক বাংলানিউজকে বলেন, ইজতেমার কারণে এ যানজট অনুমেয় ছিল। সে কারণে আমাদের পক্ষ থেকেও পর্যাপ্ত লোকবল এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কাজ করছি। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসএইচএস/এফএম